• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

কালীগঞ্জে সমাজসেবা কর্মকর্তা একাধিক মৃত ব্যক্তির নামে ঋণ টাকা উঠিয়ে ভোগ করলেন নিজেই

Reporter Name / ৩৭ Time View
আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

কালীগঞ্জে সমাজসেবা কর্মকর্তা একাধিক মৃত ব্যক্তির নামে ঋণ টাকা উঠিয়ে ভোগ করলেন নিজেই

ঝিনাইদহ প্রতিনিধিঃ
আজগার আলীর বাবা আনোয়ার হোসেন ট্রেন দূর্ঘটনায় মারা গেছেন ১২ বছর পূর্বে। সেই মৃত বাবার নামেই ৪ বছর পূর্বে ঋণ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পুত্র আজগার। একইভাবে নিতাই কুমার মারা গেছেন প্রায় ২২ বছর পূর্বে। তার নামেও চার বছর পূর্বে ঋণের টাকা উত্তোলন হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসের আব্দুল হামিদ নামের এক কর্মকর্তা এভাবে ৬ জন মৃত ব্যক্তিসহ ২০ জনের নামে ৬ লাখ টাকা ভুয়া ঋণ দেখিয়ে টাকা উত্তোলন করেছেন। যা নিয়ে বিচার চেয়েছেন ঋণ না নিয়েও ঋণী পরিবারগুলোর সদস্যরা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বিষয়টির তদন্ত করছেন বলে জানা গেছে।
এদিকে আব্দুল হামিদ নামের ওই কর্মকর্তা দাবি করেছেন, টাকাগুলো মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা নিয়েছিল। যা ইতিমধ্যে পরিশোধ হয়ে গেছে। সেখানে নতুন ঋণ দেওয়ার কার্যক্রম চলছে বলে জানান। আগামী সপ্তাহে এই ঋণ দেওয়া যাবে বলে তিনি আশা করছেন।
খোজ নিয়ে দেখা গেছে, কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে ২০১৬ সালের ১২ ডিসেম্বর উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের দরিদ্র ২০ ব্যক্তির নামে ঋণ বরাদ্ধ দেওয়া হয়েছে। ওই ঋণের টাকাও উত্তোলন করা হয় ডিসেম্বরেই। এদের মধ্যে ৬ জন আছেন যারা এই ঋণ বরাদ্ধ ও উত্তোলনের অনেক পূর্বেই মারা গেছেন। এরা হলেন, দলিল উদ্দিনের পুত্র আব্দুস সাত্তার, মকলেচুর রহমানের পুত্র আবুল হোসেন, আফজেল হোসেনের পুত্র আনোয়ার হোসেন, তৈয়ব আলীর পুত্র রবিউল ইসলাম, হিরু লালের পুত্র নিতাই কুমার ও মানিক চন্দ্রের পুত্র শক্তিপদ। এছাড়া আব্দুল মান্নানের পুত্র আব্দুল বারিক ৫ বছর পূর্বে বিদেশে গেলেও তার নামে ৪ বছর পূর্বে ঋণ উত্তোলন করা হয়েছে।
সরেজমিনে ওই গ্রামে গিয়ে কথা হয় ব্যাংকার রেজাউল করিমের সাথে। তিনি জানান, এই ঋণের বিষয়ে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। তার নামেও ঋণ দেখানো হয়েছে। অথচ তিনি এর কিছুই জানেন না। রেজাউল করিম আরো জানান, তিনিসহ যাদের নামে এই ঋণ উত্তোলন করা হয়েছে তারা জানতে পেরে সকলেই হতবাক হয়েছেন। এরপর তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেন। একই গ্রামের আজগার আলী জানান, তার বাবা আনুমানিক ১২ বছর পূর্বে এক ট্রেন দূর্ঘটনায় মারা যান। মৃত বাবার নামে ঋণ উত্তোলনের খবরে তিনি হতবাক হয়েছেন। তিনি বলেন, এই ঋণ সম্পর্কে তারা কিছুই জানেন না। তারা কোনো ঋণ নেননি। তিনি দাবি করেন, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1