অবশেষে মিল্টনের সহযোগী রামিম হাসান শৈলকূপা থানায় গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে প্রকাশ্যে ঘুরে বেড়ানো নারী নির্যাতন মামলার আসামি আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে অবশেষে গ্রেপ্তার করেছে রামিম হাসানকে।
এবিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান নারী নির্যাতন মামলার আসামি আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসান কে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে রামিম হাসান কে গ্রেপ্তারে সফল হয়েছেন এবং এ মামলার প্রধান আসামি আব্দুর রহমান মিল্টন কে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
ভুক্তভোগী তানিয়া ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
অপরদিকে, মামলার বাদী তানিয়াকে মামলা তুলে নেয়ার জন্য চাপ অব্যাহত রেখেছিল আসামি মিল্টন ও তার লোকজন।
মিল্টনের এই দাপট দেখে অনেকেই বিষয়টা সম্পর্কে ধুম্রজালে ছিল। রামিম হাসান কে গ্রেপ্তারের পর এখন বাদীপক্ষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।