ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পরা সহ নানা অপরাধে ২৭ জনকে ৫৯ হাজার ২’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনার সংক্রমন রোধে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। এসময় বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করা সহ নানা অপরাধে ২৭ জনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।