• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

ডেক্সঃ / ৬৫ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা পেছাতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

চলমান কয়েকটি বিসিএসের কার্যক্রম পর্যালোচনা করে পিএসসি প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে সভা করে পিএসসি সদস্যদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে পিএসসি।

জানতে চাইলে পিএসসির একজন সদস্য প্রথম আলোকে বলেন, বর্তমানে পিএসসি ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের কার্যক্রম পরিচালনা করছে। এ সময়ে ওই বিসিএসের নানা কার্যক্রম চলছে। এমন অবস্থায় মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াতে কিছুটা চ্যালেঞ্জ আছে। তাই এ পরীক্ষা পেছানোর প্রাথমিক একটি সিদ্ধান্ত হয়েছে।

তবে সদস্যদের নিয়ে সভাতে সবার মতামত নিয়ে সেটি করা হবে। সে জন্য মার্চের প্রথম সপ্তাহে পিএসসি এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তাতে জানা যাবে পরীক্ষা পেছাবে কি না। তবে পেছানোর সম্ভাবনাই বেশি বলে জানান ওই সদস্য। এদিকে পিএসসি বলছে ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

নিউজ সংগ্রহঃ প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1