• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

হরিনাকুন্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন / ৫০ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার এর অনুপস্থিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল হক সুমন,হরিনাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,লালন শাহ্ কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ শিমুল রেজা,সাধারণ সম্পাদক রানা মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারে এই বিজ্ঞান মেলায় ১৫টি স্টলে উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাদের আবিষ্কৃত যন্ত্রপাতি ও আইডিয়ার মডেল নিয়ে দুইদিনব্যাপি তারা তাদের আবিষ্কার প্রদর্শন করে। পরে বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1