ভাষা সৈনিক মুসা মিয়া স্মরণে
হেমন্তের দুপুরে
কাজী পিকু
বেদনাকাতর হৃদয়ে হাজারও মানুষের সমাগম
মুজিব চত্বর শহীদ বেদিতে
ক্ষত বিক্ষত হৃদয়
বারবার ডুকরে কেঁদে উঠে
চির বিদায়ের বেদনায়
ফুলের তোড়া ফুলের ডালা
ভিজতে থাকে নীরবে
কষ্টের বিন্দু বিন্দু জলকণায়
তবুও বিদায় দিতে হবে
ভাষা সৈনিক মুসা মিয়া’কে
অবশেষে সময় এসে কড়া নাড়ে
শ্রদ্ধা জানাবার
শ্রদ্ধাঞ্জলির শতশত শ্রদ্ধায় সমাহিত হলেন
ভাষা সৈনিক মুসা মিয়া হেমন্তের দুপুরে।।