হলাম বা অন্য
কাজী পিকু
আমি খোকা পড়ছি না বই
মা বলছে পড়তে
পড়ালেখা ভাল্লাগেনা
মনটা চায় ঘুরতে ।
মনের মাঝে উঁকি মারে
নদীতে ভাসতে
জোছনা ঝরা রাতের মত
প্রাণ খুলে হাসতে ।
সবাই যখন ঘুমে থাকে
শিশির ঝরা ভোর
দোয়েল হতে ইচ্ছে করে
ঘুম ভাঙিয়ে তোর ।
ভাললাগে হাঁটতে আমার
শিশিরের ঘাসে
বকুলডালে পাখিরবাসা
থাকি তার পাশে ।
মনটা আমার উড়ু উড়ু
কিংশুকের ডালে
মাঝ দরিয়ায় নাও ভাসিয়ে
দুলবে মন তালে ।
নাইবা হলাম জজ ব্যারিস্টার
না পড়ার জন্য
গ্রামবাংলা ঘুরে ঘুরে
হলাম না হয় অন্য ।
২৫.০১.১৭