হরিনাকুন্ডু জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু’র শাড়ি ও নগদ অর্থ বিতরণ
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের অসহায় নারীদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ী ও ঈদ খরচ বাবদ নগদ অর্থ তুলে দেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু। উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের বৃদ্ধাশ্রমে ২৫জন অসহায় নারীকে শাড়ি ও ঈদ খরচ বাবদ নগদ অর্থ বৃদ্ধাশ্রমের পরিচালক ইসমত আরার হাতে তুলে দেন। এসময় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লীগের নেতা মিনারুল ইসলাম উপস্থিত ছিলেন।বৃদ্ধ অসহায় মায়েরা ঈদে নতুন শাড়ী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।