ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর রাস্তায় মাটি ভর্তি ট্রাক্টরের দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝিনাইদহ উপজেলার চাঁদপুর ইউনিয়নের ক্যানাল মাঠ থেকে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর গাড়িতে বিক্রি করছে ইটভাটাসহ বিভিন্ন জায়গায়।
ফলে নষ্ট হচ্ছে ঝিনাইদহ টু হরিণাকুন্ডু পাকা সড়ক।স্বাস্থ্য ও মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে শত-শত কোমলমতি ছাত্র-ছাত্রী এবং পথচারীরা। এলাকাবাসী স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পায় নি।দিন-রাত মাটি ভর্তি ট্রাক্টর চলায় বিপাকে পড়েছে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শত-শত শিক্ষার্থী ও রাস্তার পাশে বসবাসরত এলাকাবাসী। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্র-ছাত্রী জানান,বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কে মাটি ভর্তি ট্রাক্টর বেপরোয়াভাবে চলাচলের কারনে স্কুলে আসা-যাওয়ার সময় ধুলাবালির আঁধারে এক্সিডেন্টের ভয় হয়। ট্রাক্টর যখন দ্রুতগতিতে আসে,আমরা তখন ভয়ে সড়কের নিচে গিয়ে দাড়ায়। ট্রাক্টর যাওয়ার পর আবার সড়কে উঠে স্কুলের দিকে রওনা হই।পড়ার বেঞ্চ,নামাজ আদায়ের জায়গা এমনকি টিফিন খাওয়ার জায়গায় ধুলার স্তর পড়ে থাকে। তাই বাধ্য হয়েই আজ আমরা মানববন্ধন করতে এখানে একত্রিত হয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানান,ভুমি অফিস এবং স্থানীয় নেতাদের সাথে আতাত করেই দিনরাত ফসলি জমির মাটি কেটে বিক্রি করছেন।একাধিক দোকানদার,পথচারী ও রাস্তার পাশে বাড়ি এমন কয়েকজন নারী বলেন,মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারনে বাড়িতে বসবাস করাই দায় হয়ে পড়েছে।অতিরিক্ত ধুলার কারনে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। আমরা এর প্রতিকার চায়।