ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৮নং- চাঁদপুর ইউনিয়নে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, সংসদ সদস্যের বিশেষ সহকারি রওশন আলী, একান্ত সহকারি রোকনুজ্জামান রিপন, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান মালিতা, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম।
পরে ঈদ উপহার হিসেবে ১৫শ মানুষের মাঝে শাড়ী বিতরণ করা হয়। অপর দিকে একই দিন উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের তিনটি স্থানে ঈদ উপহারের শাড়ী বিতরণ করা হয়।