গত সন্ধ্যায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের হরিনাকুন্ডু উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । নতুন সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে বিক্রয় প্রতিনিধিরা সুশিক্ষিত হয়েও সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে মানবেতর জীবনযাপন করতে হয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যেহেতু কোম্পানি চালাতে হলে সরকারের অনুমতি ও নীতিমালা মেনে চালাতে হয় তাহলে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে অবশ্যই নীতিমালা থাকতে হবে। সকল বিক্রয় প্রতিনিধিরা এক জোট হলেই নিশ্চয় তাদের ন্যায্য দাবী বাস্তবায়ন সম্ভব। সকল বিক্রয় প্রতিনিধিদের সংগঠনের সাথে কাজ করার আহবান জানানো হয়।
সভা শেষে উপস্থিত সকলের মতামতে বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। প্রাণ কোম্পানির আব্দার আহাম্মেদ কে সভাপতি ও টি.কে গ্রুপের টিপু সুলতান কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি নাজমুল হাসান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শ্রী বিধান সাহা, ও আব্দুল মোমিন, প্রচার সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক কে.এম জাফরল্লাহ শরাফত, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সহ কোষাধ্যক্ষ বাপ্পী হোসেন, দপ্তর সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ দপ্তর সম্পাদক নিরঞ্জন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিবুল ইসলাম, সহ ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রতন আহাম্মেদ।
এছাড়া প্রধান উপদেষ্টা হলেন আজিজুল হাকিম এবং উপদেষ্টা মন্ডলীর অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামীম হোসেন, দিপু মিয়া, শ্রী কমল কুমার সাধুখা, সিরাজুল ইসলাম, শ্রী সুশান্ত কুমার, সবুজ হোসেন, বাচ্চু মিয়া ও সজিব মিয়া।