হরিনাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজনে কনের পিতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বাল্য বিয়ের আয়োজনে কনের পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে হরিনাকুন্ডু উপজেলার মহিলা কলেজ পাড়ায় এ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, মহিলা কলেজ পাড়ায় এ্যাডভোকেট ইবাদত হোসেনের বাসার ভাড়াটিয়া আজিজুর রহমানের কন্যাকে বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে কন্যার পিতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাল্য বিয়ে বন্ধ করা হয়। সে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কন্যার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তার পিতাকে বলা হয়।