• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন

হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভু’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

কাজী মোহাম্মদ আলী পিকু / ১০৫ Time View
আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভু’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভু’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বন্ধুমহলের উদ্যোগে প্রান্তিক ও ভ’মিহীন চাষীদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়েছে। রোবাবার দুপুরে হরিনাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ধুমহলের আহবায়ক আব্দুর রউফ (মাটুল মল্লিক)’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (অবসর প্রাপ্ত) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (অবসর প্রাপ্ত) ডিজিএম এ্যাড. শহিদুজ্জামান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম (টিপু মল্লিক)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলুসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ১শত ৮০ জন প্রান্তিক ও ভ’মিহীন চাষিদের মাঝে বিনামূল্যে সরিসার বীজ বিতরণ করা হয়। উল্লেখ্য পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৪ সালের এসএসসি ব্যাচের’র শিক্ষার্থীরা ২০০৩ সাল থেকে হাটি হাটি পা পা করে বন্ধুমহল নামের একটি সংগঠন মানবকল্যানে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1