• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

হরিনাকুন্ডুতে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির রাজকীয় তোরণ নির্মাণ

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৫৯ Time View
আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ ঘিরে প্রিয়দল আর্জেন্টিনার শুভ বিজয় কামনায় শিতলী সমর্থক গোষ্ঠির পক্ষ হতে দৃষ্টি নন্দন একটি তোরণ নির্মাণ করা হয়েছে। রাজকীয় এই তোরণ ফিতা কেটে উদ্বোধন করেন আর্জেন্টিনার সার্পোটার সাবেক ফুটবলার বদরুল ইসলাম বাবলু জোয়ার্দার এবং হারুন অর রশিদ।

এ সময় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির মধ্যে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, আহমেদ আলী, রাকিবুল ইসলাম, শাজাহান আলী শিপন, শামীম রেজা, উজ্জ্বল জোয়ার্দার, রাহুল বিশ্বাস, মাজহারুল ইসলাম টিটু, মোস্তাাফিজুর রহমান টিটু, টোকন বিশ্বাস, রানা মোল্লা, রতন মেম্বর, চয়ন ডাক্তার, রেন্টু, রিপন, আকুল, আনিসুর, মজিদ, প্রান্ত, পিয়াস, দিপুসহ দলের অন্যান্য ভক্তবৃন্দ। তবে ব্রাজিল দলের সমর্থক গোষ্টিও এখানে দাওয়াত প্রাপ্ত ছিলেন।উদ্বোধন শেষে সমর্থকসহ শুভাকাক্ষীদের জন্য আপ্যায়ণের আয়োজন ছিল। মন মাতানো আপ্যায়ণে সমর্থকবৃন্দ সকলের মন কেড়ে নেন। তৃপ্তিদায়ক আপ্যায়ণের দায়িত্ব পালন করেন ব্রাজিল ফুটবল দলের ব্রান্ড সাপোর্টার শামীম আহমেদ এবং আর্জেন্টিনার সার্পোটার বিদ্যুৎ জোয়ার্দার।

ঝিনাইদহের ঐতিহ্যবাহী শিতলী গ্রামে শিক্ষা সাংস্কৃতিক, ক্রীড়াসহ নানামূখী নান্দনিক আয়োজনে বছর জুড়ে সরব থাকে হাজী বিশারত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাস। ঐতিহ্যবাহী গ্রামটিতে শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, চিকিৎসক, সেনাবাহিনী, পুলিশ, ব্যাংকারসহ বিভিন্ন পেশার বড় বড় কর্মকর্তা রয়েছে এবং এদের মধ্যে রয়েছে মহব্বতপূর্ণ বসবাস। সময় পেলেই এসব কর্মকর্তারা গ্রামে চলে আসে এবং গঠনমূলক কাজ ও নতুন জায়গায় ভ্রমনের ব্যবস্থা করে থাকে। নতুন প্রজন্মকে নির্মল আনন্দপূর্ণ জীবনদান করার লক্ষ্যে প্রবীনদের রয়েছে দৃপ্ত অঙ্গিকার। শিতলীকে আদর্শ গ্রাম গড়ে তুলতে বেকারত্ব, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহনন মুক্ত সুস্থ্য জীবন গঠনে যুবসমাজের নিকট বিশেষ অবদান রাখবে বলে এলাকার সচেতন নাগরিক সমাজের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1