ঝিনাইদহের হরিনাকুণ্ডু জোড়াপুকুরিয়া মাঠ নামক স্থানে হরিণাকুণ্ডু-ঝিনাইদহ সড়কে দুর্ঘটনায় এক আলমসাধু চালক গুরুতর আহত হয়েছে।
আহত ড্রাইভার খোকন (৩৫) উপজেলার মান্দারতলা গ্রামের আজিবার হোসেনের ছেলে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে,আলমসাধু চালক নিয়ন্ত্রন হারিয়ে নিজ গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তার বাম হাত ভেঙ্গে ঝুলছিলো। স্থানীয়রা তাকে মাঠ থেকে উদ্ধার করে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হরিনাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান,তাঁর হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়াতে প্রেরণ করা হয়েছে।