ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাইক্রো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বপন মাষ্টার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উপজেলার মান্দারতলা গ্রামে লিয়াকত এর দোকানের সামনে ঝিনাইদহ হরিনাকুণ্ডু সড়কে এ দুর্ঘটনাটি ঘটে
আহত স্বপন মাষ্টার ৫ নং কাপাশাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের ৪ নং ওয়ার্ডে মোল্লা পাড়া এলাকার আক্তার মোল্লার ছেলে। ও হাজী বিশারত আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান,শিতলী গ্রাম থেকে মোটরসাইকেল যোগে ভাই ও বোন হরিনাকুন্ডু শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্দারতলা নামক এলাকায় পৌঁঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে উদ্ধার কর্মীরা তাকে তাৎক্ষণিক হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রুগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা শহর ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন।