সরকারি নিয়ম অনুযায়ী মেয়ের ১৮ এবং ছেলের ২১ বছর বয়স হলে বিয়ে দেয়া যাবে।কিন্তু এই নিয়ম না মেনে দেশের বিভিন্ন এলাকায় চলছে বাল্য বিয়ের ঘটনা। এমনই এক বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়।এসিল্যান্ড’র হস্তক্ষেপে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকালে উপজেলার জোড়াদহ ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে আনোয়ার হোসেনের মেয়ে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শাপলা খাতুন (১৩-১৫) এর সঙ্গে একই ইউনিয়নের হরিশপুর গ্রামের খাইরুল হোসেনের ছেলে হাসিবুল (১৯) সাথে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হরিনাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ ঘটনা স্থলে উপস্থিত হন। পরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে ছেলে ও মেয়ে পক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও বিয়ের সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে হরিনাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান,বাল্য বিয়ের খবর পেয়ে আমি ঘটনা স্থলে উপস্থিত হয়। এসময় মেয়ে ও ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিবাহের সকল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।