মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়।
র্যালিতে বিভিন্ন বেসরকারি সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু পৌরসভার মেয়র মো: ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা ,হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইন্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব,যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন,নির্বাচন অফিসার নূর উল্লাহ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জামাল হোসেন, হরিণাকুন্ডু প্রেস ক্লাব সভাপতি এইচ মাহামুদ মিলু,যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।