ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ, আত্মহত্যা,বাল্যবিবাহ ও করোনাভাইরাস প্রতিরোধে,যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন। নবনির্বাচিত হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এইচ মাহবুব মিলু,যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রাব্বুল হোসাইন,হরিণাকুণ্ডু উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আনন্দ টিভি উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলাম।
আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী বিভিন্ন এলাকা থেকে ত্রিশ জন যুবক-যুবতীকে যাতায়াত ভাতাসহ সনদপত্র বিতরণ করা হয়।