কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র”এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে–২০২২।
শনিবার (২৯ শে অক্টোবর) সকালে হরিনাকুণ্ডু থানা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হরিনাকুণ্ডু পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,শিক্ষক,ইমাম,রাজনৈতিক নেতৃবৃন্দ,পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,হরিনাকুণ্ডু উপজেলার সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে হলে-অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক,জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বিভিন্ন অপকর্ম কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।
এজন্য সকলকে পুলিশ বাহিনীর কমিউনিটি পুলিশিংয়ে সহযোগিতা করে আমাদের হরিনাকুণ্ডু উপজেলার পরিস্থিতি স্বাভাবিক,সুন্দর সমাজ গঠন,কিশোর-তরুণদের সুপথে ফেরানো সহ আদর্শ সমাজ তৈরি করতে হবে।