• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন

হরিনাকুণ্ডুতে অভিনব কায়দায় ইজিবাইক চুরি

হরিনাকুন্ডু থেকে রাব্বুল হুসাইন / ৭৬ Time View
আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা হসপিটাল মোড় থেকে অভিনব কায়দায় একটি ইজিবাইক চুরি হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে।

এ ঘটনায় চালক সর্বশান্ত হয়ে পড়েছেন। এ চুরির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক রেজওয়ানের (১৫) পিতা ইজিবাইক মালিক নিজাম উদ্দিন । ইজিবাইক চালক রেজওয়ান ও তার পিতা নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান,গত সোমবার আনুমানিক বেলা ১১ টার দিকে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের পাশে জননী ফার্মেসী সামনে থেকে একজন অচেনা গায়ে জ্যাকেট,মাথায় টুপি ও মাস্ক পরিহিত মাঝ বয়সী পুরুষ স্থানীয় পার্বতীপুর আমেরচারা বাজার থেকে দ্বিতীয় আরোহী নেওয়ার উদ্দেশ্যে আমের চারা বাজারে যায়। সেখানে দ্বিতীয় আরোহীকে না পেয়ে পূনরায় হরিনাকুণ্ডু বাস কাউন্টারের সামনে তাকে নেওয়ার উদ্দেশ্যে ফিরে আসে এবং তাকে ইজিবাইকে তুলে নিয়ে ঝিনাইদহে ট্রাকের টায়ার কেনার উদ্দেশ্যে রওনা দেয়।

ঝিনাইদহের দুই নম্বর পানির ট্যাংকের সামনে পৌছানোর পর দুই আরোহীর মাঝে কথা-কাটাকাটি হয়,একজন বলে আগে বাজার করতে হবে, দ্বিতীয় জন বলে চল আগে ট্যায়ার কিনি! একপর্যায়ে আরোহীদের মাঝে সমঝোতা হয়। প্রথম আরোহী ইজিবাইক চালকের ইচ্ছার বিরুদ্ধে দ্বিতীয় আরোহীকে ইজিবাইকে বসিয়ে রেখে ঝিনাইদহ বাজার পাড়ায় অবস্থিত বড় বাজারের সামনে পাকা রাস্তার উপরে ইজিবাইক রেখে বাজার করতে যায়। চালকসহ প্রথম আরোহী বাজার করে ফিরে এসে রাস্তার উপর দ্বিতীয় আরোহীসহ রেখে যাওয়া ইজিবাইক-টি দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজি একপর্যায়ে কৌশল করে ইজিবাইক চালককে ফেলে রেখে প্রথম আরোহী পালিয়ে যায়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার কাছে মুঠোফোনে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অভিযোগ পেয়েছি,ভুক্তভোগীর ইজিবাইক উদ্ধারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1