মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি অক্সিজেন সিলিন্ডার,২০ টি সিলিন্ডার স্ট্যান্ড,২০টি হাই ফ্লো মিটার ৫ টি অক্সিজেন কনসেনট্রটর ও ভাইরাস প্রতিরক্ষা সামগ্রী দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
বুধবার (১৪জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ,পৌর মেয়র ফারুক হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা,পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান,কাউন্সিলর রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।