• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন

হরিণাকুন্ডু বসত বাড়িতে বোমা হামলা,গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি / ১৯১ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ১০ লাখ টাকা চাঁদার দাবীতে বাড়িতে বোমা হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল।মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ভবানিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ওমর আলী (২১) ভবানিপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।মঙ্গলবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান হরিণাকুন্ডু বাজার পাড়ার মৃত আকবর আলী শেখের ছেলে এ্যাড. কামরুল আবেদীন শাহীনের কাছে গত ২ জুলাই থেকে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা দাবি করে আসছিল কে বা কারা । উক্ত চাঁদার টাকা না পেয়ে গত ৮ জুলাই রাতে দুস্কৃতিকারীরা শাহীনের বাড়িতে বোমা হামলা করে ।

গত ১০ তারিখে হরিণাকুন্ডু থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়, যার নাম্বার ০৮ তাং ১০/০৭/২০২৩ইং ।
তিনি আরো জানান, মামলার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং পুলিশের একটি ইউনিট তাকে বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1