হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সাধারণ কাউন্সিলর ৩১ এবং সংরক্ষিত ১১জন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৬ জন মেয়র প্রার্থী , ৩১ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সভাপতি শাহীনুর রহমান রিন্টু , উপজেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম টিপু মল্লিক , আ’লীগ নেতা বাবু সঞ্জয় কুমার রায় চৌধূরী, বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও গত বুধবার দুপুরে আ’লীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নাসির উদ্দীন তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
আগামী তিন জানুয়ারী ২০২১ সকাল দশটায় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস ও রির্টানিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত মনোনয়ন যাচাই ও বাছাই করা হবে বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃনূর-উল্লাহ জানিয়েছেন ।