মনোনীত দলীয় প্রার্থী মোঃ ফারুক হোসেন হরিণাকুন্ডু পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে চান
হরিণাকুন্ডু পৌরসভার নৌকার প্রার্থী মনোনীত হলেন ফারুক ও কোটচাঁদপুরে মোঃ শাহাজান আলী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হরিণাকুন্ডু পৌরসভার নৌকার প্রার্থী হিসেবে মনোনিত হলেন হরিণাকুন্ডু পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। শনিবার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঝিনাইদহ আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেন।
এছাড়া কোটচাঁদপুর পৌরসভায় আওয়ালীগের দলীয় প্রার্থী হিসেবে মোঃ শাহাজান আলী কে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানান।