ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে ১টি ওয়ান শুটারগানসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার কেষ্টপুর গ্রামের লাল্টু সরর্দার এর ছেলে।
শুক্রবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বৃহস্পতিবার ঝিনাইদহ র্যাব একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেষ্টপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন,এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি কেষ্টপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড তাজা গুলি, একটি মোবাইলসেট ও দুইটি সিমকার্ড উদ্ধার করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বলে জানিয়েছেন র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে।