ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৫ নং কাপাশাহাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঘোড়াগাছা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টার সময় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরাফত দৌলা ঝন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন,হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদসহ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,গোলাম মোস্তফা, ছমির উদ্দিন,রাকিবুল হাসান রাসেন, মোহাম্মদ আলী, নাজমুল হুদা পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন,ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুবেল রানাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মেয়র সাইদুল করিম বলেন, দলের ভিতর কোন গ্রুপিং চলবে না। সবাইমিলে এক সাথে চলতে হবে এবং মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার হাত’কে শক্তিশালী করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। আলোচনা শেষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।