হরিণাকুন্ডু ওসির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাংবাদিকরা। শনিবার সন্ধ্যায় হরিনাকুন্ডু প্রেসক্লাবের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের সাথে হরিণাকুন্ডু থানার ওসির অসৈজন্যমূলক আচরণের প্রতিবাদে এ ঘোষণা দেন হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজুর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সহ- সভাপতি মাহবুব মুরশেদ শাহীন, সাইফুর রহমান বাদল, জাফিরুল ইসলাম, ছমিরুল ইসলাম, মুস্তাক হোসেন, আনিচুর রহমান লিটন, মুস্তাফিজুর রহমান এল বি লিটন, রাশিদুল ইসলাম রাশেদ, যুগ্ন সম্পাদক বিপ্লব হোসেন, রাব্বুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাভেদ ইমাম আক্তার, মামুনুর রশিদ টিটন, ইখতিয়ার উদ্দীন, আরিফুর রহমান জাফিরুল, হাবিবুর রহমান রুবেল, আব্বাস উদ্দীনসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের সাথে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বিভিন্ন সময় অসৈজন্যমুলক আচরণ করায় হরিণাকুন্ডু থানা পুলিশের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উল্লেখ্য,গত ৩ফেব্রুয়ারী এস এস সি ও সমমানের পরীক্ষা চলাকালিন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান অসৈজন্যমূলক আচরণ করেন । এঘটনায় হরিণাকুন্ডুর সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে থানা পুলিশের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহন করেন।