হরিণাকুন্ডু উপজেলায় নৌকার পক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
পিকে নিউজ ডেস্ক,ঝিনাইদহঃ
বৃহস্পতিবার বিকাল ৪.০০ টার সময় ৩০ জানুয়ারী ২০২১ পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে হরিণাকুন্ডু উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজিব আলম সিদ্দিকী সমি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস সহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বক্তারা মোঃ ফারুক হোসেনের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হন।