করোনাকালীন সময়ে ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৯৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করলেন ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার ৮ নং চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা।
শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সুবিধা ভোগীদের জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই করে বিতরন কার্যক্রম পরিচালনা করেন। চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান,আসন্ন পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার বিতরন করা হচ্ছে।এই ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হরিণাকুন্ডু সমবায় অফিসার মোছাঃ কামরুন্নাহার,অত্র ইউনিয়নের সচিব মোঃ আরশাফুল ইসলাম,ইউপি সদস্য,গ্রামপুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।