• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৬ অপরাহ্ন

হরিণাকুন্ডুুতে নানা আয়োজনে বিজয় উদযাপন

কাজী মোহাম্মদ আলী পিকু / ১০০ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
হরিণাকুন্ডুুতে নানা আয়োজনে বিজয় উদযাপন

হরিণাকুন্ডুুতে নানা আয়োজনে বিজয় উদযাপন

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ১৯৭১সালে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা খাতুনের সঞ্চালনায় বিজয় দিবস ও শহীদদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধূরী , থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, অনলাইনে যুক্ত হয়ে উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু ,স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহবায়ক রুবেল রানা প্রমূখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করা হয়েছে৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে শহীদদের স্মৃতীর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও সম্মান জানাতে শহীদ বেদীতে ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আঃ লীগ। পূষ্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী বের হয়, র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম , উপজেলা আ’লীগের সিনিয়ার নেতা সাজেদুল ইসলাম টানু মল্লিক , সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ’লীগ নেতা আমিরুজ্জামান পলাশ , পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু , উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, তাহেরহুদা আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আলম, উপজেলা আ’লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম টিপু মল্লিক, আ’লীগ নেতা বাবু সঞ্জয় কুমার রায় চৌধূরী , ফলসী ইউনিয়ন আ’ লীগ সভাপতি ছমিরুল ইসলাম , রঘুনাথপূর ইউনিয়নের সভাপতি সুশীল বাবু , দৌলতপূরের সভাপতি সাব্দার রহমান , চাঁদপূর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ আজিজ , চাঁদপূর ইউনিয়নের সভাপতি ফজলু মালিতা , কাপাশহাটিয়া ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ , জোড়াদাহ ইউনিয়নের সভাপতি জহির রায়হান , ভায়না যুবলীগের সভাপতি , সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম , উপজেলা শ্রমীকলীগ আহবায়ক আব্দুল হান্নান , উপজেলা ছাত্রলীগ আহবায়ক রিগ্যান আলী প্রমূখ ।
এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ , স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1