হরিণাকুন্ডুর শিতলী গ্রামে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন যুবসমাজ।
ঝিনাইদহ প্রতিনিধিঃ
করোনার প্রভাবে খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন হরিণাকুন্ডুর শিতলী গ্রামের যুবসমাজ।
শুক্রবার সকালে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের ২৭০ পরিবারকে খাদ্য সহায়তায় দেওয়া হয়।
ওই গ্রামের কৃতি সন্তান মাগুরা জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শাজাহান আলী শিপন, মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী, ব্যাংকার শামীম রেজা ও আবু সাঈদ এর উদ্যোগে প্রাণঘাতী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া রিক্সা চালক, চা বিক্রেতা, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণীপেশার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।
বিজ্ঞ বিচারক মোঃ শাজাহান আলী শিপন জানান, গ্রামের কৃতি সন্তান নওয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল জোয়ার্দ্দার, আমেরিকা প্রবাসী মাহমুদুর রহমান রাসেল জোয়ার্দ্দার, ফ্রান্স প্রবাসী মাজেদুর রহমান শিলু, আব্দুস সালাম, ফিনিক্স ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান ফিটু, ব্যবসায়ী সাজেদুর রহমান সেন্টু, মতিউল ইসলাম সোনা জোয়ার্দ্দার, বেসরকরী চাকুরিজীবি মশিউল আলম, ইম্পেরিয়াল ডেভেলপমেন্ট হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান আসাদুর রহমান জোয়ার্দ্দার, ব্যাংকার শামীম রেজা, আবু সাঈদ, সমাজসেবক আব্দুর রউফ জোয়ার্দ্দার, ইঞ্জিনিয়ার আরিফুল ইলমাল তুহিন, মারুফ হোসেন বিজন, ইতালী প্রবাসী সামিরুল ইসলামসহ প্রায় ৮০ জন দানশীল ব্যক্তিদের সহায়তায় করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ২৭০ পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ১লিটার তেল ও ১ কেজি লবণ খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, সমাজসেবক হাজী বিশারত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সমাজসেবক শাহাজান আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এসব খাদ্য সামগ্রী পেয়ে তার খুব খুশি।