হরিণাকুন্ডুর ঘোড়াগাছা লাল মোহাঃ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
মহামারি করোনার মধ্যে সারা দেশের ন্যায় হরিণাকুন্ডুর উপজেলার ঐতিহ্যবাহী ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিল্পি খাতুন, ঝিনাইদহ প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকরা।
মহামারি করোনা ভাইরাসের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক সামাজিক দুরুত্ব বজায় রেখে বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান শিক্ষক জানান, সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ১২ জানুয়ারির মধ্যে সকল ক্লাসের বই বিতরণ কাজ সম্পন্ন করা হবে।