হরিণাকুন্ডুতে সাংবাদিক শাহানুর আলমের পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল
মনিরুজ্জামান রাসেল, ঝিনাইদহঃ
ঝিনাইদহ প্রেসক্লাবের আইটি বিষয়ক সম্পাদক দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি মোঃ শাহানুর আলমের পিতা মরহুম আব্দুর রহমান বিশ্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের জামে মসজিদে বাদ জুম্মা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন আঃ রহমান বিশ্বাস ব্যক্তি জীবনে ছিলে দানশীল ও দয়ালু। তিনি ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাতুড়িয়া স্পোটিং ক্লাব এবং গুড়পাড়া ভাতুড়িয়া উত্তর পাড়া জামে মসজিদের জন্য জমি দান করে অনন্য অবদান রেখে গেছেন। তার মেজ ছেলে আশরাফুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর ও ডিইউজের কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন ।
মাওলানা হাকিম উদ্দীন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন। এসময় সাংবাদিক শাহানুর আলমসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।