হরিণাকুন্ডুতে মাটি বোঝায় ট্রাক্টরের নিচে চাঁপাপড়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাটি বোঝায় ট্রাক্টরের নিচেই চাঁপা পড়ে রিপন (২৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘইজই নামক ইটভাটায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় নিহত রিপন ওই ইউনিয়নের ফলসী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে ইটভাটায় দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতো। শুক্রবার সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে ঘইজই নামক ইটভাটাই মাটি বোঝায় ট্রাক্টর থেকে মাটি নামানোর সময় ট্রলির হাইড্রোলিক বিকল হয়ে গেলে শ্রমিক রিপন ওটা মেরামত করতে যায়। তখন ট্রাক্টরের বগিটি আচমকা তার মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। অনেকেই ধারণা করছেন ট্রাক্টর চালকের অবহেলার কারনেই এই দূর্ঘটনা ঘটতে পারে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দূর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান। দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।