হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শহীদ আলতামতি স্মৃতি স্পোটিং ক্লাবকে ৩-১গোলে পরাজিত করে রিফাত স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মাসব্যাপি এই খেলা স্থানীয়দের বিনোদনের খোরাক যুগিয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের কাছে ট্রফি তুলে দেন ৫নং কাপাশহাটীয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু। এসময় উপস্থিত ছিলেন আঃ রউফ ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক শাহানুর আলম, মাওলানা সাঈদুজ্জামান, ইউপি সদস্য কোরবান আলী, ইদ্রীস আলী, অবঃ বিডিআর সদস্য রমজান আলী, উত্তর নারায়নপুর দাখিল মাদ্রাসার শিক্ষক জিয়াউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।