হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বৃক্ষরোপন, যুবঋণের চেক বিতরণ ও সনদ পত্র বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা, মাননীয় সংসদ সদস্যর প্রতিনিধি রওশন আলী, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য রাখেন।