হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বঙ্গবন্ধুর শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে । উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল মাঠে গতকাল শুক্রবার বিকালে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। স্থানীয় ৪টি ক্লাবের অংশগ্রহনে লীগ পর্বের এই খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় শহীদ আলতামতি স্মৃতি স্পোটিং ক্লাব সিফাত স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়। সিনিয়র সাংবাদিক প্রভাষক শাহানুর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মুসা’র সন্তান সাবেক বিডিআর সদস্য রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিক শাহানুর আলম খেলার উদ্বোধন ঘোষণা করেন। খেলায় শহীদ আলতামতি স্মৃতি স্পোটিং ক্লাব এবং সিফাত স্পোটিং ক্লাব ১-১ গোলে ড্র করে।