• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে ফারুক আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তৃণমূলে উচ্ছাস

কাজী মোহাম্মদ আলী পিকু / ৭৯ Time View
আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
হরিণাকুন্ডুতে ফারুক আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তৃণমূলে উচ্ছাস

হরিণাকুন্ডুতে ফারুক আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তৃণমূলে উচ্ছাস
ঝিনাইদহ প্রতিনিধিঃ
আগামী ৩০ জানুযারি অনুষ্ঠিতব্য আসন্ন পৌর সভার তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফারুক হোসেন। শনিবার বিকেলে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতে এ প্রার্থী ঘোষনা করা হয়।
ফারুক হোসেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
সাবেক এই ছাত্রনেতা একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জণ করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে দলের দুর্দিনে রাজপথে তার সাহসী ভূমিকার কারণে বেশ কয়েকবার নির্যাতিত হয়েছেন ও কারাবরণ করেছেন। ১/১১ পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনেও ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। তার এ মনোনয়নে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
তরুণ সাহসী এই নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় রোববার দিনভর শহরের পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মী , সাধারণ মানুষের মধ্যে উচ্ছাস ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে এবং তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1