ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নির্মাণাধীন রাস্তার ধুলায় অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। পথচারী ও স্থানীয় লোকজন পড়েছে চরম ভোগান্তিতে। সরকারি লালন শাহ কলেজ থেকে কুলবাড়িয়া বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তার ধুলা এখন ঘোর অণ্ধকার হয়ে থাকে। রাস্তায় কেউ একবার গেলে বাড়ি যেয়ে গোসল করা ছাড়া বিকল্প কোন উপায় থাকে না।
দীর্ঘদিন ফেলে রাখা সড়ক নির্মানের কাজ কয়েক মাস আগে আবার শুরু হয়েছে। সেজন্য সড়কে বালি মিশ্রিত ইটের খোয়া ও দুই পাশে মাটি ফেলা হয়েছে। যানবাহন চলাচলের কারণে ধুলাবালির পরিমাণ বেড়েছে বহু গুণ। এতে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ধুলার দূষণ এবং নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীরা। হুমকির মধ্যে পড়েছে এলাকার জনস্বাস্থ্য। এমনকি ঐ এলাকার আবাসস্থলও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার কোন পদক্ষেপ নেই মনে হচ্ছে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের। এই জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করছেন সাধারণ মানুষ। এই দুর্ভোগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দায়ি করছেন সচেতন মহল। তারা মনে করেণ ঠিকাদার নাসের আলম সিদ্দিকী উজ্জল স্থানীয় এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি’র চাচা বলে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই জনদুর্ভোগকে পাত্তায় দিচ্ছেন না। কাজের মান নিয়েও রয়েছে যথেষ্ট অসন্তোষ, তবে এই ঘটনায় এমপির কারণে এখনো কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি।
একজন পথচারী বলেন, অতিমাত্রায় ধুলাবালির কারণে রাস্তা চলাচলে তাদের নানা রোগ-বালাই দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।