হরিণাকুন্ডুতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলার নারায়নকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমী) রাজিয়া আক্তার চৌধূরী, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম। আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা ।
সমাবেশে জেলা প্রশাসক তার বক্তব্যে উপস্থিত মহিলাসহ সকল শ্রেণী পেশার মানুষদের গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও মাদকমূক্ত হরিণাকুন্ডু গঠনে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। এছাড়া খুব শীঘ্রই হরিণাকুন্ডু উপজেলাকে মাদকমূক্ত উপজেলা ঘোষনার কথা ব্যক্ত করেন ।