• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কাজী মোহাম্মদ আলী পিকু / ৭০ Time View
আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

হরিণাকুন্ডুতে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে, সমাজসেবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিণাকুন্ডুতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি র‍্যালি ও অলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। উক্ত আলোচনা সভায় হরিণাকুন্ডু সমাজসেবা কর্মী জুয়েল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ,স্বাগত বক্তব্য দেন হরিণাকুন্ডু সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, এছাড়া আরও বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মনজুল আলম, প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার বলেন হরিণাকুন্ডু উপজেলাতে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাভোগীর সংখ্যা ২০৩ জন, বয়স্ক ভাতাভোগী ৬৫৭৩ জন, বিধবা ৩৫৯২ জন, প্রতিবন্ধী ২৭৮৭ জন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১২৯জন, হরিজন ৪৮ জন। হরিজন উপবৃত্তি ৩৭ জন, হিজড়া ১ জন, পল্লী সমাজ সেবা কার্যক্রমে বিনিয়োগ ৮৩,৪২৬৮৪ টাকা।
নিবন্ধীত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮ ( সক্রিয় ৪০ টি), ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত নিবাসীর সংখ্যা ৪১ জন। এছাড়া সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের দুস্থ রোগীরদের পাশে থেকে হরিণাকুন্ডু সমাজসেবা অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আলোচনা অনুষ্ঠান শেষে ১২ টার সময় উপস্থিত অসহায় দুস্থ মানুষের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1