আগামী ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এর সভাপতিত্বতে উপজেলা আ‘লীগের যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান পলাশ এর পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,সংসদ সদস্যর প্রতিনিধি আ’ লীগ নেতা কামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম পিলু মল্লিক,উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল,তাহেরহুদা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনজুরুল আলম, ফলসী ইউনিয়ন আ‘লীগের সভাপতি ও ছমিরুল ইসলাম,দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমান।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,ছাত্রলীগের আহ্বায়ক রিগ্যান আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।