হরিণাকুন্ডুতে গলাই ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মহারাজপুর গ্রামের মহন আলীর ছোট ছেলে মাসুদ রানা মুন্না গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মঙ্গলবার সকালে নিজ শয়নকক্ষে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত মাসুদ রানা হরিণাকুন্ডু সরকারী লালনশাহ কলেজের একাশদ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র। প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-মা’র উপর অভিমান করে এ আত্মহত্যা হতে পারে। এ ঘটনায় হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে তদন্তের দায়িত্বপ্রাপ্ত এসআইকে বিষয়টি ভালভাবে ক্ষতিয়ে দেখার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।