হরিণাকুন্ডুতে এমপিওভুক্ত অফিস সহঃ কাম-কম্পিউটার অপারেটরদের স্মারকলিপি প্রদান
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারি পরিষদ। মঙ্গলবার (২৯ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচীতে কর্মচারী পরিষদের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নায়েব আলীসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের ন্যূনতম বেতনগ্রেড ১১তম প্রদান, শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতিসহ ১১দফা উল্লেখ করা হয়।