• বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ন

হরিণাকুন্ডুতে আ’লীগের দুই গ্রুপের সংর্ঘষ, আহত১৫

Reporter Name / ৪৪ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
Exif_JPEG_420

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার তৈলটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন হোসেন ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব হোসেনের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ১৯ নভেম্বর স্থানীয় সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে মঞ্চ তৈরি এবং এমপির কম্বল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার ভোরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়ী-ঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তৈলটুপি গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ৩জনের অবস্থা অশঙ্কা জনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠোনো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1