• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

হরিণাকুণ্ডু উপজেলার রিশখালীতে বিপ্লবী বাঘাযতীন’র ১০৫তম প্রয়ান দিবস পালিত

Reporter Name / ১৩৪ Time View
আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
হরিণাকুণ্ডু উপজেলার রিশখালীতে বিপ্লবী বাঘাযতীন’র ১০৫তম প্রয়ান দিবস পালিত

হরিণাকুণ্ডু উপজেলার রিশখালীতে বিপ্লবী বাঘাযতীন’র ১০৫তম প্রয়ান দিবস পালিত

কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী বাঘাযতীন’র ১০৫ তম প্রয়ান দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে বিপ্লবী বাঘাযতীনের পৈতৃক নিবাস ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রিশখালী গ্রামে বাঘাযতীনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার রিশখালী গ্রামে তাঁর পৈত্রিক ভিটায় বিপ্লবী বাঘাযতীন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দার অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ,বিপ্লবী বাঘাযতীন একাডেমি, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কাজী নাজির উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1