হরিণাকুণ্ডু উপজেলার প্রবেশমুখে জীবানুনাশক টানেল স্থাপন
কাজী মোহাম্মদ আলী পিকুঃ
আজ মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিটের সময় হরিনাকুন্ডু উপজেলার প্রবেশ মুখে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত টানেলটি জনসাধারণের জন্য উদ্বোধনের পরই খুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঝিনাইদহ জেলার দায়িত্ব প্রাপ্ত লে.কর্নেল নাসির উদ্দিন আহম্মেদ ( পি এস সি) , উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, ক্যাপ্টেন মারুফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ সাংবাদিকবৃন্দ। এসময় মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, করোনা ভাইরাস জীবাণুনাশক টানেল তৈরি করলেই হবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবার সাথে সবার নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাহলেই আমরা সবায় করোনা ভাইরাস থেকে নিরাপদ ও সুস্থ থাকবো।