আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৩ হাজার ৬ শত ১২ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। ২২ ও ২৩ জুন বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ তাদের হাতে চাল তুলে দেন।
ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জনপ্রতি ১০ কেজি চাউল খাদ্যসামগ্রী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার (২২ ও ২৩ জুন) হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করা হবে।এসময়ে উপস্থিত ছিলেন,তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ,হরিণাকুণ্ডু নির্বাহী কর্মকর্তার নির্দেশনা বাস্তবায়নকারী,ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুবির কুমার ঘোষ,ইউপি সকল কর্মকর্তা,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীদের মাঝে এই উপহার বিতরণকালে ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ বলেন,ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মনে। আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করি।