ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব আশরাফুল রহমানের বাজেট উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দীন,ইউনিয়ন আ,লীগের সভাপতি ফজলু মালিতা ,সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ- সভাপতি রাব্বুল হুসাইন, সদস্য আল আমিন,মাঝহারুল ইসলাম, শামীম হোসেন,আব্দুল হাকিম,শাহাদত হোসেন, আরশাফুল উদ্দিন,তানজিলুর রহমান,মনিরুল ইসলাম,রিপন হোসেন,সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন,সাবিনা ইয়াসমিন,জোনাকী খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুুক্ত বাজেট আলোচনায় অংশ নেয়।
২০২৩-২৪ অর্থ বছরের জন্য সভায় এবারের বাজেটে রাজস্ব আয় ১ কোটি ৭২ লক্ষ ৮৯ হাজার ৩৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয় এবং রাজস্ব ব্যয় একই পরিমান টাকা ঘোষণা করা হয়।